একটা এনজিওতে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত আছি। বিয়ে করেছি নরসিংদীর বেলাবো উপজেলায়। আমার শ্বশুর মো: সোলায়মান মিয়া। পেশায় একজন কৃষক হলেও গত ৪ বছর তিনি মালয়েশিয়াতে থাকেন। বিয়ে করেছি প্রায় ৭ বছর আগে। আমার ১ শালা ও ১ শালী আছে। বয়স তাদের বেশি নয়। শালা সবে মাত্র ক্লাস টেনে পড়ে আর শালী পড়ে ক্লাস সেভেনে। বিয়ের পর আমার একটি ছেলে সন্তানও হয়েছে। বউ বাচ্চা নিয়ে আমি কিশোরগঞ্জেই থাকি। আমার স্ত্রী অনেক অমায়িক একটা নারী। সংসার, সন্তান আর পরিবার। এ নিয়ে তার সারাবেলা কাটে।
আজ আপনাদের ব্যতিক্রম একটা ঘটনা বলবো। গত ২ বছর আগের কথা। আগেই বলে নেই আমার শ্বাশুড়ির বয়স ৩৮ এর কাছাকাছি। কিন্তু উনাকে দেখলে এটা মনে হবে না যে উনি ৩ সন্তানের জননী। প্রথম প্রথম বিয়ের ৩/৪ বছর আমি ওনার দিকে কখনো ভালো ভাবে তাকাইনি। কিন্তু আমার শ্বশুর মশাই বিদেশ যাওয়ার পর আমি ওনার দিকে একটু একটু ব্যতিক্রম দৃষ্টি দেয়া শুরু করি এ জন্যে যে স্বামী বিদেশে গেলে মহিলারা নাকি অন্য পুরুষের দিকে কিছুটা আসক্ত হয়।
যাই হোক মূল ঘটনায় আসা যাক। গত ২ বছর আগে বর্ষাকালে আমি অফিসের কাজে ঢাকা গিয়েছিলাম। ঢাকা থেকে রাতে কিশোরগঞ্জে ফিরছিলাম বাসে। তখন রাত ৮ টা বাজে প্রায়। আমার মোবাইলে আমার শ্বাশুড়ির ফোন। রিসিভ করার পর উনি জানতে চাইলেন আমি এখন কোথায়? বললাম আম্মা আমি তো নরসিংদীর কাছাকাছি। বাড়িতে যাচ্ছি। গাড়িতে আছি।
উনি বললেন বাবা, তুমি আমাদের বাড়িতে আস। শাকিলের (আমার ছোট শালা) শরীর খুব খারাপ। সকালে ডাক্তারের কাছে নিতে হবে। ভাবলাম, বাড়িতে তো কেহ নেই। আসলে উনার এ বিপদে আমার থাকা জরুরী। বললাম ঠিক আছে আম্মা। আমি আসবো। আমার স্ত্রীকে ঘটনাটা বললাম এবং বললাম যে তাদের বাড়িতে যাচ্ছি।
উপজেলা থেকে প্রায় ৩ কি: মি: দূরে আমার শ্বশুর বাড়ি। গাড়ি থেকে নেমে রাত প্রায় ৯টা বেজে গেছে। বর্ষাকাল। তারপর আবার লোডসেডিং। বাজারে নেমে রিক্সা নিলাম শ্বশুরবাড়ি পর্যন্ত। গিয়ে পৌছতে পৌছতে রাত প্রায় ১১টা বেজে গেছে।
শ্বাশুড়ি আমাকে দেখে অনেক খুশি হয়েছে।
ঘরে গিয়ে দেখি আমার শালার ১০১ ডিগ্রী জ্বর। ঘুমাচ্ছে।
‘বাবা, তুমি কাপড় চোপড় পাল্টাও, আমি তোমার খাবার দিচ্ছি’- শ্বাশুড়ি রান্নাঘরে চলে গেল।
আমি হাতমুখ ধুয়ে খাটের উপর বসলাম। ততোক্ষণে বিদুৎ আসল।
atOptions = {
'key' : '03365dc9bd3fb23ddd322a75338a0513',
'format' : 'iframe',
'height' : 250,
'width' : 300,
'params' : {}
};
href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgO5K3Qar5SAZreoUhE_49eQsGL47S2qHg0THgUQAu1o3BkwXcdvoS0HiOcZdBbptNoW8CxdGzwXwBwLG8jUrM7P023FRpOfgg2OPF6tJECHleHndDGfZ-7qhPJrJWnl7LQmbZGE3JilK-ZjnDywvKny0z8a8xZES6ydeM5Z0mCPCEDUsMFQv0HR17h04nV/s619/images%20%284%29.jpeg" style="display: block; padding: 1em 0px;">
শ্বাশুড়ি খাবা
0 Comments